সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে আসন্ন এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং ক্রিকেট দল। বুধবার এশিয়া কাপের বাছাইপর্বের শেষ দিনে ওমানের আল আমিরাত স্টেডিয়ামে ৮ উইকেটে জয় পেয়েছে হংকং।
আরব আমিরাতে দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে হংকং পৌঁছে যায় এক ওভার ও ৮ উইকেট হাতে রেখেই। হংকংয়ের ওপেনার ইয়াসিম মুর্তজা ৪৩ বলে ৫৮ রান করেন।
অপর ওপেনার নিজাকাত খানের ব্যাট থেকে আসে ৩৯ রান। বাবর হায়াত অপরাজিত থাকেন ৩৮ রানে।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১৪৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। অধিনায়ক সিপি রিজওয়ান ৪৯ ও জাওয়ার ফরিদ ৪১ রান করেন। হংকংয়ের অফস্পিনার ইহসান খান ২৪ রানে চার উইকেট শিকার করেছেন, হয়েছেন ম্যাচসেরাও।
হংয়ের কোয়ালিফাইয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের ছয় দল পূর্ণ হলো। এশিয়া কাপের ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। আগামী ৩১ আগস্ট ভারত ও ২ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে তারা।