ফের আবেদনময়ী লুকে উষ্ণতার পারদ ছড়ালেন বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল দিশা পাটানি। বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবে দিশা এখন বেশ জনপ্রিয়। দিশা পাটানি মানেই সুন্দরী, সুঠাম চেহারা। নিয়মিত ব্যায়াম করে ফিটনেস ধরে রাখেন এই অভিনেত্রী।
নিত্য নতুন লুকের সঙ্গে উষ্ণ চাউনি দিয়ে যখন তখন ঘায়েল করেন ভক্তদের। দিশাকে বলা যায় এ যুগের নতুন ফ্যাশন আইকন।
নতুন লুকে দিশা পাটানি
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিশা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো বেশ ঝড় তুলেছে ভক্তদের মাঝে। ছবিতে দিশাকে কালো রঙের লেদার টাইট মিনি ক্লাব ড্রেসে দেখা যাচ্ছে। সেখানে ক্যাপশনে লিখেছেন ‘ফিল্মফেয়ার’। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০২২’ এর জন্য এই নতুন লুকে সজ্জিত হয়েছিলেন তিনি।
কালো রঙে উষ্ণতার ঝড় তুলেছেন দিশা
ছবিগুলো শেয়ারের পর থেকেই ভক্ত অনুরাগীদের দারুণ সাড়া পাচ্ছেন দিশা। হাজারো ভক্ত মন্তব্য জানিয়েছে তাঁর পোস্টে। শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন তাদের প্রিয় অভিনেত্রীকে।
বলিউডের অন্যতম ফ্যাশন ডিভা দিশা পাটানি
দিশাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘এক ভিলেন রিটানর্স’ সিনেমাতে যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর ও তারা সুতারিয়া। সামনে দিশার হাতে বেশ কয়েকটি সিনেমা আছে। আসন্ন ‘যোধা’ সিনেমায় দেখা যাবে তাকে। আর তাতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী।