দিনাজপুরে ফুলবাড়ীতে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মেহেদুল মন্ডল ( ৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামি মেহেদুল মন্ডল আদালতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ৩ জুলাই দুপুরে প্রতিবন্ধী ওই কিশোরী বাড়ীর খরচ নিয়ে পাশ্ববর্তী দোকান থেকে বাড়ি ফেরার পথে মেহেদুল মন্ডল ওই তাকে টেনে স্থানীয় তিলাই আদিবাসী কবরস্থানের জঙ্গলে নিয়ে যায়।
সেখানে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে তাকে ধর্ষণ করা হয়। স্থানীয় এক পথচারী বিষয়টি লক্ষ্য করলে মেহেদুল তার নিজ বাড়িতে পালিয়ে যায়। পরে বিষয়টি মিংমাসা করার জন্য স্থানীয় কয়েকজন মেহেদুলকে তাদের হেফাজতে নেয়। একপর্যায়ে তারা থানায় মামলা না করার জন্য, ওই কিশোরীর বাবার নিকট ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে জাল দলিল প্রস্তুত এবং মৃত্যুর ভয়ভীতি প্রদর্শন করে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি মেহেদুলকে গ্রেফতার করে।