শ্রীলঙ্কার শিরোপা জয়ে মধ্য দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ। দুবাইয়ে রবিবার রাতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে লঙ্কানরা। এই আসরে ধারাবাহিকভাবে ভালো খেলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আর বোলিংয়ে সেরা ভারতের ভূবনেশ্বর কুমার।
তবে গোটা আসরে সর্বোচ্চ স্ট্রাইকরেট বাংলাদেশের ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকতের।
হার্ডহিটিং না পারায় বাংলাদেশের ব্যাটারদের নিয়ে অনেক কথা হয়, অথচ এশিয়া কাপের মতো বড় আসরে বাংলাদেশের মোসাদ্দেকের স্ট্রাইকরেটই সবার চেয়ে বেশি। এবারের এশিয়া কাপে কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে মোসাদ্দেকের স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি। ১৮০.০০ স্ট্রাইক রেটে মোসাদ্দেক করেছেন মোট ৭২ রান। ১৭১.৪২ স্ট্রাইকরেট নিয়ে দুইয়ে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। মোসাদ্দেকের চেয়ে তিন ম্যাচ বেশি খেলে নাজিবের মোট রান ৭২।
স্ট্রাইকরেটের তালিকায় তিনে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। ১৬৩.৫৩ স্ট্রাইকরেটের তাঁর সংগ্রহ ১৩৯ রান। আফগান ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ ১৬৩.৪৪ স্ট্রাইকরেটে করেছেন ১৫২ রান। ১৫৬.৫৭ স্ট্রাইকরেট নিয়ে পাঁচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।
সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা
১) মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), ৬ ম্যাচে ২৮১ রান।
২) বিরাট কোহলি (ভারত), ৫ ম্যাচে ২৭৬ রান।
৩) ইবরাহিম জাদরান (আফগানিস্তান), ৫ ম্যাচে ১৯৬ রান।
৪) ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা), ৬ ম্যাচে ১৯১ রান।
৫) পাথুম নিশান্কা (শ্রীলঙ্কা) ৬ ম্যাচে, ১৭৩ রান।
সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকা
১) ভুবনেশ্বর কুমার (ভারত), ৫ ম্যাচে ১১ উইকেট।
২) ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ৬ ম্যাচে ৯ উইকেট।
৩) মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), ৬ ম্যাচে ৮ উইকেট।
৪) শাদাব খান (পাকিস্তান), ৫ ম্যাচে ৮ উইকেট।
৫) হারিস রউফ (পাকিস্তান), ৬ ম্যাচে ৮ উইকেট।
ব্যাট ও বলে দারুণ পারফর্ম করায় শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।