রামগঞ্জ প্রতিনিধি :
রামগঞ্জ থানার পুলিশ বৃহস্প্রতিবার গভীর রাতে পৌর নরিংপুর মেইন সড়কে টহল চলাকালে ডিবি পুলিশ পরিচয় ডাকাতিকালে সাকিল হোসেন (১৯) নামে ডাকাতকে আটক করে। গ্রেপ্তারকৃত ডাকাত পূর্ব দরবেশপুর গ্রামের শাখায়াত উল্যাহর ছেলে।
থানা সহ স্থানীয়রা জানায়, বৃহস্প্রতিবার গভীর রাতে এসআই সানা উল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর নুরিংপুর মেইন সড়কে টহলরত অবস্থায় ৫/৬ জনের ডাকাত দল ডিবি পুলিশ পোষাক পরে হাই-ওয়াই পুলিশের সিগন্যাল লাইট জালিয়ে পুলিশের গাড়ী থামিয়ে দেয়। এ সময়ে ডাকাত গ্রুপ পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময়ে সাকিল নামে ডাকাতকে ৪টি রামদা,সিগনাল লাইট,ডিবির পোষাক সহ আটক করে।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, সাকিল পেশাদার ডাকাত এবং তার সহ-যোগীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।