শরীয়তপুরের নাড়িয়ায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে শুভসংঘের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দেশবরেণ্য কৃতি বিতার্কিক দেওয়ান ফারিহা তাসনিমকে সভাপতি করা হয়েছে।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ও শুভসংঘের কলেজ শাখার প্রধান উপদেষ্টা জনাব এম ফরিদ আল হোসাইন মহোদয় এ কমিটির অনুমোদন দেন। এ সময় নতুন কমিটির সঙ্গে তিনি মতবিনিময় করেন।
কমিটির সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতিতে আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে আগামী মাসে কন্যা শিশু দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে নানা আয়োজনে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।