অজ্ঞান পার্টির কবলে পড়া দুই ব্যাক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ওই দুই ব্যক্তি হলেন- আলাউদ্দিন (৩৫) ও আমিনুল (৩৫)।
আজ বুধবার বিকেলে বিমানবন্দর এলাকা থেকে আলাউদ্দিন ও যাত্রাবাড়ী থেকে আমিনুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সাথে টাকা-পয়সা যাই ছিল, সবই খোয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
অচেতন আলাউদ্দিনের সহকর্মী আব্দুল মজিদ জানান, আলাউদ্দিন সাহেব মারজান ট্রেনিং সেন্টার খিলক্ষেত চাকরি করেন। তিনি দুপুরে বনানী থেকে সিএনজিতে চড়ে খিলক্ষেত যাচ্ছিলেন। সিএনজির ভিতরে আরো দুজন যাত্রী ছিলেন। পরে সিএনজিতে যাত্রী বেশে দুজন তাকে অজ্ঞান করে, বিমান বন্দর সড়কের পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরো জানান, তার কাছে এক লাখ আঠারো হাজার টাকা ছিল, তা আর পাওয়া যায়নি।
অপরদিকে, যাত্রাবাড়ী থানার এসআই তাপস মন্ডল সায়েদাবাদ জনপথ মোড় থেকে আমিনুল নামে এক ব্যাক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
জানা যায়, আমিনুল কাপড়ের ব্যবসা করেন। তার বাড়ি গাইবান্ধা। তার কাছে ১৫ থেকে ২০ হাজার টাকার মতো ছিল। এ ব্যাপারে পুলিশ জানান, তার কাছে কিছু পাওয়া যায়নি। তার জ্ঞান না ফেরা পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাবে না।
ঢামেক চিকিৎসকরা তাদের দুজনকেই স্টোমাক ওয়াশ এরপর মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন।