কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে অনার্স পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। নাগেশ্বরী সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের কলেজ গেটের সামনে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে সহশ্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা জানান, কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্রী কোহিনুর আক্তার গেলো ১৭ অক্টোবর কুড়িগ্রামে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতি বছরই এভাবে পরীক্ষা দিতে গিয়ে পথেই প্রাণ হারান অনেকেই। এই অঞ্চলে পরীক্ষা কেন্দ্র চালু হলে, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, কচাকাটাসহ জেলার উত্তরের সকল কলেজের অনার্স পরীক্ষার্থীরা নির্বিঘ্নে সময় মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এতে করে কাউকে প্রাণ হারাতে হবে না। তাই নাগেশ্বরীতে একটি পরীক্ষা কেন্দ্র চালুর জোর দাবি জানান তারা। এছাড়াও নাগেশ্বরী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি কলেজ বাস এবং কলেজ গেটের সামনের রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা এড়াতে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিও জানান শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক লুতফর রহমান, আজিজুল ইসলাম রানা, মমতাজ পারভিন, নাজমুল ইসলাম, শিক্ষার্থী রেদওয়ান আলী রেজা, আব্দুর রহিম, শাওন মোল্লা, আরিফ, আজিজুল সহ আরও অনেকে ।