ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে ভোলার চরাঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে জোয়ারে মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৪-৫টি চরের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েন।
ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম জানান, তার ইউনিয়নে প্রায় ১২ হাজার লোকের বসবাস। ইউনিয়নটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় বেলা ১১টার পর থেকে জোয়ারের উচ্চতা ৩-৪ ফুট বৃদ্ধি পাওয়ায় সেখানকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
সেখানকার কিছু মানুষ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এছাড়াও চরফ্যাশন উপজেলার চর পাতিলা ও চর নিজামের প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, পানিবন্দী মানুষকে মূল ভূখণ্ডে নিরাপদে আনার জন্য লঞ্চ ও ট্রালার পাঠানো হয়েছে। জোয়ারের উচ্চতা কমে গেলে ভাটার সময় তাদেরকে মূল ভূখণ্ডে নিয়ে আসা হবে। বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে।