শক্তির দিক দিয়ে প্রতিপক্ষ অনেক দুর্বল, তাই সবাই ভেবেছিল ভারত আজ রান পাহাড় গড়বে। কিন্তু নেদারল্যান্ডসের নিয়ন্ত্রিত বোলিংয়ে তেমন কিছুই হয়নি। ব্যাট হাতে বিরাট কোহলি আজও ফিফটি করেছেন। অধিনায়ক রোহিত শর্মাও খেলেছেন পঞ্চাশোর্ধ রানের ইনিংস।
এরপর সূর্যকুমার যাদবের বিধ্বংসী ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১৭৯ রান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা হয়েছিল ধীর। তৃতীয় ওভারে দলীয় ১১ রানেই ভাঙে ওপেনিং জুটি। ফের ব্যর্থ লোকেশ রাহুল ফিরেন ১২ বলে ৯ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলি গড়েন ৫৬ বলে ৭৩ রানের জুটি। কোহলি শুরু থেকেই অনেকটা ওয়ানডে স্টাইলে খেলছিলেন। ৩৫ বলে ফিফটি পূরণ করা রোহিত আউট হন ৫৩ রানে। তাকে কলিন অ্যকারম্যানের তালুবন্দি করেন ফ্রেড ক্লাসেন।
এরপর উইকেটে এসেই বিধ্বংসী মেজাজে ধরা দেন সূর্যকুমার যাদব। কোহলির সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ বলে ৯৫* রান। ৩৭ বলে ফিফটি তুলে নেন বিরাট কোহলি। তিনি অপরাজিত থাকেন ৪৪ বলে ৩ চার ২ ছক্কায় ৬২* রানে। অন্যদিকে রণমূর্তি ধারণ করা সূর্যকুমার যাদব শেষ ওভারে ফিফটি পূরণ করেন মাত্র ২৫ বলে। ২০৪.০০ স্ট্রাইকরেটে ৫১* রান করে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৭৯ রান।