সিরাজগঞ্জ সদরে নদীর প্রবল স্রোতে দেখা দিয়েছে ভাঙ্গন। আজ রবিবার ভোর থেকে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ে এ ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে ১০০-১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে, ভাঙ্গন আতংকে আশপাশের লোকজন তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
ঘটনাস্থলে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কর্মকার জানান, ‘সিমলা স্পারের পাশে ওই স্থানটি গত বছর ভেঙ্গে গিয়েছিল। সেখানে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল। স্থায়ী মেরামতের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি। এ অবস্থায় আজ রবিবার ভোর থেকে নদীর উল্টা স্রোত পূর্বের ভাঙ্গনের স্থানে আঘাত হানায় সেখানে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। এ অবস্থায় ভাঙ্গন স্থানের আশপাশের ২০/২৫টি বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে পাশের নদীতীর রক্ষা বাধের ওপরে নির্মিত রানীগ্রাম-রতনকান্দি আঞ্চলিক সড়ক। ’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম দুপুর ১টার দিকে জানান, ইতোমধ্যে পূর্বের ভাঙ্গনের স্থানের অন্তত ১০০ থেকে ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনরোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি দুই/একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।