২০০২ সালের পর আর বৈশ্বিক আসরের শিরোপা জেতেনি ব্রাজিল। কাতারে দুই দশকের অপেক্ষা ঘুচাতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনার মতো দল শিরোপার বড় দাবিবার।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বলছেন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ব্রাজিলও, ‘ফ্রান্স যেহেতু এখন বিশ্বচ্যাম্পিয়ন, তাই ওদেরকে সেরা দল বলতে হবে।
কিন্তু বিশ্বকাপ এই নিয়ম মেনে চলে না। আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড ভালো করছে। আমার দলও চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। ’
ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ বলেই বেশ রোমাঞ্চিত ২২ বছর বয়সী এই ফুটবলার, ‘আমার জন্য বিশেষ আসর হতে যাচ্ছে। প্রথমবার বিশ্বকাপ খেলব। আমাদের একটি দারুণ ও শক্তিশালী দল আছে। আশা করছি, দেশকে ষষ্ঠ বিশ্বকাপ উপহার দিতে পারব। ’ ডেইলি মেইল