টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এর দুটি ম্যাচ আজ। অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও আয়ারল্যন্ড। ম্যাচটি ৩৫ রানে জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল নিউজিল্যান্ড। এরপর একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষে নিশ্চিত হয়ে গেল কেন উইলিয়ামসনদের সেমিফাইনাল।
কিন্তু কিভাবে?
সুপার টুয়েলভে নিজেদের লড়াই শেষে ৫ ম্যাচে ৭ পয়েন্ট ও +২.১১৩ রান রেট নিয়ে ১ নম্বর গ্রুপের শীর্ষে নিউজিল্যান্ড। তাদের ছাড়িয়ে যেতে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জিততে হতো ১৮৫ রানে। কিন্তু আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৮ উইকেটে অজিরা তুলেছে মাত্র ১৬৮ রান!
তাই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হতেই এবারের বিশ্বকাপে সবার আগে জায়গা করে নিল সেমিফাইনালে। গ্রুপ-১-এ চার ম্যাচে ৫ পয়েন্ট ও +০.৫৪৭ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলে আছে ২ নম্বরে আছে ইংল্যান্ড। তাদেরকে রান রেটে পেছনে ফেলে এগিয়ে যেতে হলে আফগানিস্তানকে ১০৬ বা আরো কম রানের মধ্য আটকে ফেলতে হবে অস্ট্রেলিয়ার।