কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না সাদিও মানের। হাঁটুর চোটে পড়ায় ছিটকে গেলেন সেনেগালের এই ফরোয়ার্ড। বিশ্বকাপে তাকে না পাওয়া বড় ধাক্কা আফ্রিকান দেশটির জন্য।
গতকাল রাতে বুন্দেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে আঘাত পান মানে।
মাঠেই প্রাথমিক চিকিৎসার পর তুলে নেওয়া হয় তাকে। ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এতে মিস করবেন বিশ্বকাপ। দলের সবচেয়ে বড় তারকাকে হারিয়ে খর্বশক্তির দল হয়ে গেল সেনেগাল।
কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে সেনেগালের সঙ্গী নেদারল্যান্ডস, কাতার ও ইকুয়েডর। আগামী ২১ নভেম্বর ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেনেগাল। ডেইলিমেইল