নড়াইলের লোহাগড়া উপজেলার তিন নম্বর শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু মিয়ার ইয়াবা সেবন করার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, গত দু-তিনদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ মেসেনজারে আদান-প্রদান, শেয়ার চলছে চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাবু মিয়া কয়েকজনের সাথে আসরে বসে ইয়াবা সেবন করছেন।
একজন জনপ্রতিনিধর এমন ভিডিও ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনা শুরু হয়।
ইউপি চেয়ারম্যান লাবু মিয়া বলেন, একটি কুচক্রী মহল ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য।
উল্লেখ্য যে, ইউপি নির্বাচনে লাবু মিয়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে শালনগর ইউনিয়নে নৌকা প্রতীকে ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হন।