নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাল্য বিয়ে ও নিরক্ষরমুক্ত পল্লীসমাজ গড়তে মানববন্ধনসহ বয়স্ক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ব্র্যাক পরিচালিত সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগীতায় ও পল্লী সমাজ সংগঠনের উদ্যোগে গত বুধবার বিকেলে উপজেলার মধ্য বামনজল মহল্লায় এসব কর্মসূচী পালন করা হয়। বাল্য বিয়ে মুক্ত পল্লী সমাজ গঠনের লক্ষ্যে মানববন্ধন পালিত হয়। এরপূর্বে বয়স্ক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর রুবিয়া বেগম। এ উপলক্ষ্যে উক্ত সংগঠনের সভাপ্রধান দীপ্তি রাণী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অথিতি ছিলেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাধনা রাণী সরকার, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-বামনজল পল্লী সমাজ উন্নয়ন মহিলা সমিতির সেক্রেটারি-জোৎস্না রাণী দাস, ক্যাশিয়ার- জুলেখা বেগম প্রমূখ।