গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার
প্রতিরোধে গাইবান্ধা শহরের ষ্টেশন সংলগ্ন মাদ্রাসায় শনিবার এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদর্শ দাখিল মাদ্রাসা এই অনুষ্ঠানের
আয়োজন করে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. খাদেমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা
সভায় প্রধান অতিথি গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ
জাহাঙ্গীর কবির মিলনসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো.
আলমগীর, শিক্ষক আব্দুল গোফ্ধসঢ়;ফার আকন্দ, মাহবুবার রহমান, আব্দুর রউফ,
মো. শেখ সাদী, শিক্ষার্থী রুহুল আমিন প্রমুখ।
বক্তারা জঙ্গিবাদ, জঙ্গি, সন্ত্রাস নাশকতার সাথে জড়িতদেরকে আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া দেশে সকল ধরনের
জঙ্গিবাদ, সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড বন্ধ করতে সর্বস্তরের মানুষকে
সচেতন এবং সজাগ থাকার আহবান জানান।