২০২১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ়’। দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি নজর কেড়েছিল দর্শকের। এই সিনেমার মাধ্যমেই বিশ্বজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন আল্লু।
এদিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর ‘পুষ্পা: দ্য রুল’ আরও বড় মাপে বানাতে চাইছেন পরিচালক সুকুমার। সিনেমার গুণাগুণের সঙ্গে কোনওরকম আপস করতে নারাজ তিনি। তাই এর কাজ শেষ করতে কোনও তাড়াহুড়ো করতে চাইছেন না সুকুমার। চলতি বছরের শেষের বদলে আগামী বছর মে থেকে জুলাই মাসের মধ্যে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।