প্রচণ্ড তাপদাহে রাজবাড়ীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে প্রচণ্ড রোদে প্রাণ ওষ্ঠাগত, অন্যদিকে রোদে পুড়ে নষ্ট হচ্ছে ফসলের মাঠ। এ অবস্থা থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় রাজবাড়ীতে ‘বিশেষ নামাজ’ আদায় করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নের ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এলাকাবাসীসহ অন্তত পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। নামাজে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির নামাজের ইমামতি করেন। অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করেন তিনি।
সকালে ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি-টুপি পরে জায়নামাজ নিয়ে শিক্ষক-ছাত্রদের পাশাপাশি স্থানীয় সব বয়সী লোকজন নামাজে দাঁড়িয়েছেন। নামাজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা।
স্থানীয় মো. ইউনুস আলী বলেন, ‘বর্তমান আবহাওয়ার যে অবস্থা, তাতে মানুষ থেকে শুরু করে পশুপাখি পর্যন্ত হাহাকার করছে। তাই বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলাম।’
মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানিমুর রহমান বলেন, ‘সারা দেশে অসহনীয় গরম পড়েছে। অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না। তীব্র এই গরমে পশুপাখিও কষ্ট পাচ্ছে। তাই আমরা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলাম।‘
মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির বলেন, ‘আমাদের দেশে তাপমাত্রা অসহনীয়ভাবে বেড়েছে। প্রচণ্ড গরমে সবারই কষ্ট হচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি।’