রাজধানীজুড়ে চলছে ঝুম বৃষ্টি। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। শুক্রবার (৯ জুন) বেলা ১১টায় শুরু হওয়া বৃষ্টি আরও কয়েক ঘণ্টা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস বলছে, রাজধানী শহর ছাড়াও কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা, নওগাঁসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে।
এর আগে সকালে রংপুর ও দিনাজপুরে বৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের তাপমাত্রার পর স্বস্তির এ বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমেছে বলে জানানো হয়।
এর আগে টানা কয়েক দিন তাপপ্রবাহের পর বৃহস্পতিবার (৮ জুন) বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি নগরবাসীর। আবহাওয়া ছিল ভ্যাপসা গরম।