পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করে মক্কা বাংলাদেশ হজ অফিস।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন আদম উদ্দিন মণ্ডল(৭১), মো. মতিয়র রহমান (৬৮) ও মো. আমজাদ হোসেন প্রধান (৫৭)। এদের মধ্যে আদম উদ্দিনের বাড়ি নওগাঁর কালিকাপুরে, তার পাসপোর্ট নম্বর -ইই০৭২৪৯০০। মো. মতিয়র রহমান রংপুর সদরের বাসিন্দা, তার পাসপোর্ট নম্বর -ইই০৪৯৬৩৬১। মো. আমজাদ হোসেন গাইবান্ধার বোনারপাড়ার বাসিন্দা, তার পাসপোর্ট নম্বর -এ ০৩৯০১১৩৬।
সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী।
এদিকে রোববার সকাল পর্যন্ত ৭০ হাজার ২৫৬ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৯০৬ জন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।