কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং দুজনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো সাতজন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং দুজনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো সাতজন।
দুর্ঘটনার পর কুমিল্লা মেডিক্যালে নেওয়ার পথে নিহত হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে পিকআপের চালক মোর্শেদুল আলম (২৪) ও একই এলাকার মোহন মিয়ার ছেলে ১৭ বছর বয়সী মো. সৈকত। রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিহতরা হলো একই এলাকার ভুতা মিয়ার ছেলে মো. ফয়সাল (২১) ও শাহ আলমের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী মো. সাকিব হোসেন (১৫)।