সিলেটঃ সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১২ জুন) সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন জানান, সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় থামলে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও ৫ থেকে ৬ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে বুধবার (৭ জুন) ভোরে ঘটনাস্থলের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিকের মৃত্যু হয়।