ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও কৃষি
গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তার
বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম দূর্ণীর্তির
অভিযোগ উঠেছে।
ভুুক্তভোগীদের অভিযোগে জানা যায়,
মৌসুমী দুই নারী শ্রমিককে ঐ কর্মকর্তা
তার বাসার ঝিয়ের কাজে ব্যবহার করছে। এদের
মধ্যে খালেদা বেগমকে খামারের কাজ বাদ দিয়ে
পারিবারিক কাজে ব্যস্ত রাখেন। এ ছাড়া
শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঝগড়া বিবাদ জিয়ে
রেখেছে। সুত্র জানায়, দাপ্তরিক কেনা কাটা
কমিটিকে উপেক্ষা করে ঐ কর্মকর্তা নিজেই
কেনা কাটা করেন।
যা সরকারি বিধি বর্হিভুত। অন্যদিকে সরকারি
বিক্রয় লব্ধ অর্থ টাকা সরকারি কোষাগারে জমা
না করে আত্মসাৎ করা হচ্ছে বলে বিভিন্ন সুত্র
জানায়।
এ প্রসঙ্গে স্থাণীয় কৃষি গবেষণা কেন্দ্রের
বৈজ্ঞানিক কর্মকর্তা ড.খোরশেদুজ্জামান
বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট ও
ভিত্তিহীন। তিনি অভিযোগ সমূহ তদন্তের
আহবান জানান।