সোহেল রানা,(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় র্যাব -১৩ এর
একটি সাদা পোশাকধারী দল আজ শনিবার(৩সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিকে উপজেলার
চাটশাল গ্রামের আসাদুল ইসলামের চাতালে এক অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৬
রাউন্ড গুলিসহ ওই চাতালের ম্যানেজার আব্দুল হাকিম(৫৫)কে আটক করে যার্ব-১৩
এর সদস্যরা।জানা যায়,আটকৃত আব্দুল হাকিম(৫৫) হাকিমপুর উপজেলার ভূতগাড়ী
গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।আব্দুল হাকিম তার মামা আসাদুল ইসলামের
চাতালে ম্যানেজার হিসাবে দীঘদিন ধরে কর্মরত ছিলেন।যার্ব-১৩ সদস্য
জানান,তারা গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকধারী দুজন যার্ব সদস্য আজ ওই
চাতালে যায়,এসময় আব্দুল হাকিম চাতালে ঘাস কাটতেছিল এবং পাশে একটি ব্যাগ
রেখেছিল।যার্ব সদস্য দুইজন ব্যাগটি হাতে নিয়ে সার্চ করলে সেখান থেকে একটি
পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে,তাক্ষনিক আব্দুল হাকিমকে গ্রেফতার করা
হয়।পরে যার্বের সদস্য উপরে মুঠোফোনে যোগাযোগ করে পিকআপ আনতে বলে,পিকআপ
এসে আব্দুল হাকিম নিয়ে যায়।এ ব্যাপারে ঘোডাঘাট থানার অফিসার ইনর্চাজ
মো:নুরুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে জানে না
বলে জানান।