ঢাকা-১৭ আসনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও এই আসনে রওশনপন্থী লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির প্রার্থী আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে্ত
উপনির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
রোববার ১৮ জুন ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এই আসনের উপনির্বাচনে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জাতীয় পার্টির দুই প্রার্থী থাকায় তাদের মধ্যে একজনকে বৈধ ঘোষণা করে ইসি।
ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল আজ ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৫ জুন।
চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।