অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের অনুমতি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও এ পথে যাচ্ছে দেশটি। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চার হাজার ৫৬০টি বসতি অনুমোদনের পরিকল্পনা ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। আগামী সপ্তাহে এ কাউন্সিলের বৈঠক হবে। এর মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য রয়েছে এক হাজার ৩৩২টি বসতি।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বলেছেন, ‘আমরা এই ভূখণ্ডে ইসরায়েলি দখল বন্দোবস্ত করার পাশাপাশি নিয়ন্ত্রণ অব্যাহত রাখব।’
ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তবে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের শান্তি আলোচনা ২০১৪ সাল থেকে স্থগিত রয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ইসরায়েলের পদক্ষেপে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। বসতি সম্প্রসারণ বন্ধে মার্কিন চাপ থাকা সত্ত্বেও এমন পদক্ষেপকে শান্তির পথে বাধা হিসেবে দেখছে ওয়াশিংটন। উত্তেজনা এড়াতে ইসরায়েলকে সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে তারা।