নীলফামারী: উজানে ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। ডালিয়া পয়েন্টে বিপদসীমা নতুন করে ৫২.১৫ মিটার নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার ভোর সকাল ৬টা থেকে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বেলা ৯টার দিকে নদীর পানি কমে বিপদসীমার ৫ সেমি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে রোববার নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়।
এদিকে হঠাৎ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও নদীর তীরবর্তী নীলফামারীর কোনো গ্রাম প্লাবিত হয়নি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। উজানে ভারত অংশে নদীর পানি কমতে থাকায় বিকেল নাগাদ নদীর পানি আরও কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। আজ সকাল থেকে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান বলেন, তিস্তার পানি বাড়ায় ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। পানি বাড়তে থাকলে বন্যার শঙ্কা রয়েছে।