রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। বুধবার (২১ জুন) ঢাকায় নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করবে।
সিলেট সিটি করপোরেশনের ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন আর রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।
রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’
কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য আসে নাই। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাব।’
ইভিএম প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসে নাই। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে।’