ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার কাঠগড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা ঘটনার তিন দিন পর স্বামী ফারুক হোসেনকে রংপুরের পীরগাছা থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। স্ত্রী শিমু আক্তার পরকীয়ায় লিপ্ত এমন সন্দেহ থেকেই স্বামী-স্ত্রীর মাঝে জগড়া লেগেই থাকতো এবং এই ঘটনাকে কেন্দ্র করে ফারুক তাকে হত্যা করেছে বলে জানিয়েছে র্যাব-৪।
শুক্রবার দুপুরে র্যাব-৪ সিপিসি ২ এর নবীনগর ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
র্যাব-৪ সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ বলেন, গত ২০ জুন আশুলিয়ার নয়াপাড়া এলাকার ভাড়া বাসার ফ্ল্যাটে গার্মেন্টসকর্মী স্ত্রী শিমু আক্তারকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান স্বামী ফারুক। এ সময় তাদের চার বছরের এক ছেলেকেও সঙ্গে নিয়ে যান। এ ঘটনার পরদিন নিহতের বড় বোন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর থেকেই আসামি ফারুককে ধরতে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। কিন্তু ফারুক বিভিন্ন সময় স্থান পরিবর্তন করায় তার অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা টিম, রংপুরের র্যাব-১৩ ও র্যাব-৪ এর যৌথ অভিযান চালায়। পরে ফারুকের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার চার বছর বয়সী ছেলে সন্তানকে উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তার স্ত্রী শিমু পরকীয়ায় লিপ্ত রয়েছে— এমন সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানিয়েছে ফারুক। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে দুপুরেই আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।