শাকিব খানকে ইঙ্গিত করে এমনটাই বললেন নির্মাতা রায়হান রাফি। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এ তরুণ নির্মাতা।
রায়হান রাফি বলেন, ‘বলেন, তারা চায় এই ইন্ডাস্ট্রিতে এমন কেউ না দাঁড়াক যাদের সিনেমা হিট করে।
শাকিব খানকে ইঙ্গিত করে এমনটাই বললেন নির্মাতা রায়হান রাফি। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এ তরুণ নির্মাতা।
রায়হান রাফি বলেন, ‘বলেন, তারা চায় এই ইন্ডাস্ট্রিতে এমন কেউ না দাঁড়াক যাদের সিনেমা হিট করে।
নিজের সিনেমার সফলতার কথা বলতে গিয়ে রাফি বলেন, ‘আমাদের দেশে যথেষ্ট মেধাবী ডিরেক্টর আছেন, অভিনেতা আছে, আমাদের ব্যবসা করার জায়গা আছে। আমাদের অডিয়েন্স সিনেমা দেখে, বৃষ্টির মধ্যে পানি উঠে গেছে হাঁটু পর্যন্ত সিট কিন্তু একটাও খালি যায়নি। আপনারা কেউ দেখাইতে পারবেন না সিট খালি গেছে।