বলছিলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের নাওধারা, আটলা, নন্দেরছটি, বন্দউষান, ভাদুয়া, গাঁওকান্দিয়াসহ বেশ কয়েকটি গ্রামের পানিবন্দি মানুষের কথা।
বলছিলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের নাওধারা, আটলা, নন্দেরছটি, বন্দউষান, ভাদুয়া, গাঁওকান্দিয়াসহ বেশ কয়েকটি গ্রামের পানিবন্দি মানুষের কথা।
কথা হয় ভাদুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিয়ার সঙ্গে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ার জন্য বাজারে যেতে নৌকার ওপর ভরসা করতে হচ্ছে।
৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, পথ-ঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় পানিবন্দি মানুষের চলাচলে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। যাদের নৌকা নেই তারা কলাগাছের ভেলা বানিয়ে চলাচল করছে। রাস্তার ওপরেও হাঁটুপানি।
উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক জানান, পানি কমছেই না। মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের মাঝে দুপুরে শুকনো খাবার বিতরণ করা হবে।