লক্ষীপুর রামগঞ্জে বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টায়, রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জাফরনগর উত্তরপাড়া
বলি মোল্লা বাড়ির ফিরোজের তিন বছরের ছেলে বাচ্চার জেনারেটর বিদ্যুতের স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন,।
মৃত্যুর জন্য জেনারেটর পরিচালনাকারী লোকদের দায়ী করেন মৃত বাচ্চার স্বজনরা (বলি মোল্লা বাড়ির ছানা মোল্লার ছেলে ফিরোজ সৌদি প্রবাসী) ফিরোজের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে জেনারেটর ভাড়া আনা হয়,
জেনারেটরের টেকনিশিয়ানদের অসাবধানতার কারণে খোলা লিকেজ তারের সাথে বাচ্চা জড়িয়ে মৃত্যু বরণ করে, ঘটনা কাউকে বুঝতে না দেওয়ার জন্য জেনারেটর টেকনিশিয়ান লাশ টি সরিয়ে অন্য স্তরে রেখে দেয়।
তৎক্ষণাৎ বাচ্চার স্বজন রা বাচ্চা খোঁজাখুঁজি করতে গিয়ে পাশে পাতার স্তূপের উপর লাশ পড়ে থাকতে দেখেন।
আগামীকাল ফিরোজের মেয়ের বিয়ে এমতাবস্থায় এই দুর্ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি রামগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে।