যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার, গণতন্ত্র ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার আগামী ১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অঞ্জলী কৌর আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে আসছেন।
এ অঞ্চলে সফরে আসার আগে আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বৈঠক করেছেন ওয়াশিংটন ডিসিতে ভারতের রাষ্ট্রদূত তরনজিত্ সিং সান্ধুর সঙ্গে।
উজরা জেয়া গতকাল বৃহস্পতিবার টুইট বার্তায় সেই বৈঠকের ছবি প্রকাশ করে লিখেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সুবিধার জন্য যুক্তরাষ্ট্র-ভারত বন্ধুত্ব জোরদার করছি।