শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টায় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টায় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, শনিবার রাতে আব্দুল মালেক ও তার স্ত্রী মোটরসাইকেলে করে বিরামপুর হাজী ক্লিনিকে যাচ্ছিলেন অসুস্থ আত্মীয়কে দেখতে। পথে টাটকপুর বেলডাঙ্গায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।