ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বায়োফার্মা লিমিটেডের পক্ষে করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে সোমবার (২৪ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে এ সংক্রান্ত রুল দুই মাসের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।