সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ)
জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং
অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
আরিফা সুলতানা।
লিখিত বক্তব্য তিনি বলেন, আগামী ৯ আগস্ট সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গণভবন
থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
তিনি আরো বলেন, এ চতুর্থ ধাপে উপজেলার আটাপুর ইউনিয়নের কলন্দপুর গ্রামে ২০টি ও বাগজানা ইউনিয়নের খোর্দ্দমহশুল গ্রামে ৫০টি মোট ৭০টি জমি সহ গৃহ অত্র উপজেলার ভূমিহীন পরিবারের মাঝে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী ৯ আগস্ট সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯ টার মধ্যে সারাদেশে
একযোগে প্রচারিত হবে।