লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার লামনগর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ ২২আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় লামনগর একাডেমি মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইখতিয়ার হোসেন চৌধুরী এর সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন শিপন পাটওয়ারী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালাল উদ্দিন আহাম্মদ উপ পরিচালক, দুর্নীতি দমন কমিশন (চাঁদপুর, লক্ষীপুর)।
বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ শারমিন ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন(চাঁদপুর, লক্ষ্মীপুর) , রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , মোঃ মোনাজের রশিদ, রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ রহিম, মোঃ আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক, লামনগর একাডেমি ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আতাউর রহমান, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন (চাঁদপুর লক্ষীপুর),মোঃ মোনাজের রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রামগঞ্জ,লক্ষীপুর।
এছাড়া সংগঠনটি উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোরের মাধ্যমে বর্তমান প্রজন্মকে দূর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছেন। আমাদের দেশে শিক্ষার্থীদের মাঝে সততা স্টোরের মাধ্যমে তার যাত্রা শুরু করেছে।