এছাড়া বৃষ্টি চলাকালীন মিরপুর এগারোর শাহআলী থানাধীন কর্মাস কলেজের বিপরীত পাশের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রুহুল আমিন।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন। তাদের মধ্যে একজন শিশু, একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হন। সবাইকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
এদিকে গতকালের বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি-২৭, পান্থপথ, নিউমার্কেট, হাতিরঝিল, ভাটারা, এয়ারপোর্ট রোড, পুরান ঢাকা, মিরপুরসহ বিভিন্ন এলাকার সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে গেছে।
এই জলাবদ্ধতার কারণে অনেক এলাকার ফুটপাতের দোকানিসহ অন্যান্য দোকানেও পানি ঢুকে পড়ে। এতে তাদের বেশ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শুক্রবারও এমন জলাবদ্ধতা থাকলে আরো ভোগান্তি বাড়বে বলে জানান কর্মজীবী মানুষজন।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।’ শুক্রবারও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।
গতকাল সন্ধ্যার পর ঢাকা ছাড়াও রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।