সোহেল রানা,(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি
সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার(৪ সেপ্টেম্বর) ভোররাতে
বিস্ফোরক দ্রব্য তৈরির উপাদান সালফার ৪৯৮কেজি ও ৩০০বোতল ফেন্সিডিল জব্দ
করেছে বিজিবি।হিলি সীমান্ত রক্ষী বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি বিজিবি
সদস্যরা এসব জব্দ করেন।বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম
জানান,গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিমান্তের চেংগ্রাম মাঠে চোরাচালান
কারবারীদের ধাওয়া করলে ওই সব গন্ধক সালফার ও ফেন্সিডিল ফেলে পালিয়ে
যায়।এই ব্যাপারে কাউকে আটক করতে পারে নি বিজিবি।তবে উদ্ধার করা সালফার ও
ফেন্সিডিল গুলো প্রায় ২৫ লাখ টাকা সিজার মূল্যে ধরে হিলি কাষ্টমস শুল্ক
গুদামে জমা দেওয়া হয়।