শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসন, রাজনৈতিক দল ও মিডিয়ার ভূমিকা এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসন, রাজনৈতিক দল ও মিডিয়ার ভূমিকা এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বিএইচআরএফ চেয়ারপারসন মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএইচআরএফ মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ‘শুধু আইনের কঠোরতা দিয়ে কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব নয়। এর নেপথ্যে মদদদাতাদের চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনতে হবে।
এটিএন বাংলার নির্বাহী পরিচালক (বার্তা) হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘কিশোর অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনে তাদের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক প্রচার-প্রচারণায়, মিছিল-মিটিংয়ে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের ব্যবহার না করার প্রতিশ্রুতি প্রদান করা উচিত।
সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ সাংবাদিক পারভেজ আহমেদ, তেজগাঁও জোনের এডিসি রুবাইয়াত জামান, সুজন সমন্বয়ক দীলিপ কুমার সরকার প্রমুখ।