আবারো বিপাকে গরু ব্যাবসায়িরা
বাংলার প্রতিদিন ডেস্ক ::
-
আপডেট সময়
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
-
২১৪
বার পড়া হয়েছে
যেমন বাড়ছে চুরির ঘটনা তেমন বাড়ছে যুকি মো.আলামিন মিয়ার খোলা আকাশের নিচে ইদবারদিতে মহিষের খামার।২৩ টি মহিষ নিয়ে এবার ঈদে বিক্রয়ের উদ্দেশে বরিশাল থেকে ক্রয় করা এই মহিষগুলোকে নিয়ে পড়েছে দুশ্চিন্তা। প্রতিদিনিই চুরি হচ্ছে কিছু না কিছু গরু বা মহিষ। আলামিন যানান এখন শুধু চিন্তায় পার হচ্ছে সময়।গত ৩ তারিখ ও প্রভাকরদি এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে। এছাড়া চুরি হয়ছে অন্যান্ন এলাকায়। যার প্রধান হাতিয়ার বুঝতে পেরেছে লবন ছিটানো। তাছারড়া জানা গেছে উপজেলার বাহিরে এক বেপারির ৮-৯ লাখ টাকার গরু মহিষ চুরি হয়েছে। সবশেষ খবর জানা গিয়েছে প্রায় ২০ -২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যাপারিরদের চুরির ঘটনায়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর