প্রথমবারের মতো পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করার সুযোগ পেয়েও ব্যাটিং ব্যর্থতায় সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে সফরকারীদের হারালেও তৃতীয় ম্যাচে হেরে গেছে টিম টাইগ্রেস।
রোববার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান তোলে পাকিস্তান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১০১ রানে থামে স্বাগতিক বাংলাদেশ। ফলে ৩১ রানের ব্যবধানে হার মানে নিগার সুলতানা জ্যোতির দল।