বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন লিমিটেডের। গুলিস্তান থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল বাসটি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
সরকার পদত্যাগের একদফা আন্দোলনে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির সঙ্গে সমমনা দলগুলোও অবরোধ কর্মসূচি পালন করছে।