ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করবে আয়োজক ভারত।
রোববার (০৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
হাইভোল্টেজ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই নামছে ভারত। অন্যদিকে স্বাগতিকদের বিরুদ্ধে একাদশে একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। পেসার জেরাল্ড কোয়েতজের পরিবর্তে জায়গা পেয়েছেন বাঁহাতি চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি।
চলমান বিশ্বকাপে ৭ ম্যাচের সবগুলো জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। দক্ষিণ আফ্রিকাও ৭ ম্যাচ খেলেছে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে হারায় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। গতকাল পাকিস্তানের কাছে নিউজিল্যান্ড হারায় শেষ চার নিশ্চিত হয়ে গেছে টেম্বা বাভুমার দলের।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, মার্কো জেনসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।