সালেকিন মিয়া সাগর :আগামী ২০১৭ সালে এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল করার জন্য বাড়ি থেকে বকাবকি করায় আজ আনুমানিক দিবাগত রাত ৩ টার দিকে বাবা মায়ের উপর রাগ করে আত্নহত্যা করেছে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জাহিদ হাসান মামুন।
চুয়াডাঙ্গা সদরের ২ নং ওয়ার্ডের নীলারমোড়
এলাকার চুয়াডাঙ্গা কোর্টের মুহুরী মোঃ ফজলুর
রহমানের দ্বিতীয় পুত্র মোঃ জাহিদ হাসান(১৬)
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর
বাণিজ্য বিভাগের ছাত্র। সদর থানা সূত্রে জানা যায় কোনো রকম কড়া ভাষায় বকাবকি নয় গতকাল রাতে শুধুমাত্র ভালো ভাবে ঠিকমত পড়ার কথা বলেছে মামুনের বাবা তারপর রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেলে গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্ন হত্যা করে মামুন। অনেক সকাল হয়ে গেলেও ঘুম থেকে না উঠলে পড়তে যাওয়ার জন্য ডাকাডাকি করলে সাড়া
শব্দ না পেলে জানালা দিয়ে তাকে ডাকতে গেলে
তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায় সাথে সাথেই
দরজা ভেঙ্গে মৃত অবস্থায় লাশ নামানো হয়।
তার ফেসবুক আইডিতে ১২ ঘন্টা আগের দুটি পোস্টে লেখা পাওয়া যায় “”আজ আমার জীবণের শেষ দিন””আজ কেন এত তোমার কথা মনে পড়ছে””সবাই ভালো থেকো সুখে থেকো বিদায় বন্ধুরা”” মামুনের ফেসবুকের পোস্ট দেখে প্রেমকাহিনী মনে হলেও লোকমুখে প্রেমের কাহীনীর জন্য আত্নহত্যা করেছে শোনা গেলেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি।
ছোট ছেলের এরকম অকালমৃত্যু তে মা-বাবা ভেঙ্গে পড়েছে। স্কুলের শিক্ষক ও সহপাঠীরা সবাই শোকাহত। মামুনেরএরকম মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।