ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
নিহতরা হলেন, মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম হাবু (৪০), মিরাজুল ইসলাম (২৫) ও লিটন মন্ডল (৩৮)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। যতদূর শুনেছি, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
আহত আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।