ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরে এসে অভিনব কায়দায়
নিখোজের নাটক সাজিয়ে প্রতারনার আশ্রয়কারী সেই বেল্লাল
হোসেনে (২৩) আটকের পর গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের
মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজাপুর
থানা পুলিশ আটক বেল্লালকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করে।
বেল্লাল চট্রগ্রামের পাঁচলাইশ উপজেলার চকবাজার গ্রামের শুলকবহর
এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, প্রতারক বেল্লাল
দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন রেখে নিখোজ নাটক
সাজিয়ে আশ্রয়দাতাদের টাকা লুটে পালিয়ে যায়। রাজাপুরেও
একই ভাবে প্রতারনার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে। তাকে গতকাল
সোমবার দুপুরে আটক করে ৫৪ ধারায় মঙ্গলবার সকালে আদালতে
প্রেরণ করা হয়েছে।