ঢাকা: পবিত্র হজ পালনের জন্য বুধবার (০৭ সেপ্টেম্বর) সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ওইদিন বিকেল ৫টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেবেন।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বাংলার প্রতিদিনকে এ তথ্য জানান বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
পবিত্র হজ পালনে খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, উপদেষ্টা এনামুল হক চৌধুরী ও গৃহকর্মী ফাতেমা বেগম।