সোহেল রানা,(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নারিকেল গাছ
থেকে পড়ে জাহাঙ্গীর আলম(২৮) নামে এক যবুকের মৃত্যুর খবর পাওয়া গেছে।আজ
বুধবার(০৭ সেপ্টম্বর) বেলা ১১টা সময় উপজেলার রঘুনাতপুর গ্রামে এই ঘটনা
বলে জানা যায়।এলাকাবাসী সূত্রে জানা যায়,জাহাঙ্গীর আলম সকালে নারিকেল
গাছে নারিকেল পারতে চড়ে,এসময় গাছে থাকা পিপঁড়া তাকে কামড় দিলে সে আঘাত
সহ্য না করতে পেরে মাটিতে পড়ে যায়।আর তখনি তার মৃত্যু ঘটে। জাহাঙ্গীর আলম
উপজেলার রঘুনাতপুর গ্রামের মো:মেহের আলীর ছেলে।